২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

খোকসায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের গলায় রশি দিয়ে আত্মহত্যা

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামে মো: রবিউল আলম (৭০) নামের এক বৃদ্ধ গলায় নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিউল আলম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন। গত ১৪ মার্চ রাত আনুমানিক ১১ টার দিকে তিনি বাড়িতে আসেন, পরে কখন বের হয়ে যান, তা পরিবারের কেউ জানাতে পারেননি।

১৫ মার্চ রাত আনুমানিক ১ টার দিকে স্থানীয় যুবক মো:শাকিব মন্ডল (২৪) ফরজ গোসল করতে গিয়ে কমলাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আম গাছের ডালে রবিউল আলমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে থানায় খবর দেন।

খবর পেয়ে রাত ২টার দিকে খোকসা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

খোকসা থানার এসআই মো: লায়েকুজ্জামান জানান, রবিউল আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা – নং-০৪ তারিখ-১৫/০৩/২০২৫ করা হয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top