আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকালে টেকনাফের সাবরাং সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সিপাহি মোহাম্মদ বেলাল সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও এখনো নিখোঁজ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, “নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।”
শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। বিজিবি সদস্যরা ওই ট্রলারটি আটকানোর চেষ্টা করছিলেন। দুর্ঘটনায় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল নিখোঁজ হন।
শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়া নাফ নদীর মোহনায় ভেসে আসে চারজন রোহিঙ্গার মরদেহ। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে, বিজিবি সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে এক শিশু ও তিনজন নারী ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার থেকে আসা ৬৫ জন রোহিঙ্গার একটি দল নাফ নদী পার হওয়ার সময় বিজিবি তাদের আটক করে। বিজিবির টহল দল তাদের একটি নৌকায় তোলে এবং সেখানে সিপাহি মোহাম্মদ বেলালও ছিলেন। পরে নৌকাটি ডুবে গেলে রোহিঙ্গাদের সঙ্গে তিনিও নিখোঁজ হন।