৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাফ নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার, ঘটনার তথ্য নিয়ে প্রশ্ন স্থানীয়দের

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকালে টেকনাফের সাবরাং সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সিপাহি মোহাম্মদ বেলাল সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও এখনো নিখোঁজ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, “নিখোঁজ হওয়া আমাদের বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে।”

শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। বিজিবি সদস্যরা ওই ট্রলারটি আটকানোর চেষ্টা করছিলেন। দুর্ঘটনায় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল নিখোঁজ হন।

শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়া নাফ নদীর মোহনায় ভেসে আসে চারজন রোহিঙ্গার মরদেহ। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে, বিজিবি সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে এক শিশু ও তিনজন নারী ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার থেকে আসা ৬৫ জন রোহিঙ্গার একটি দল নাফ নদী পার হওয়ার সময় বিজিবি তাদের আটক করে। বিজিবির টহল দল তাদের একটি নৌকায় তোলে এবং সেখানে সিপাহি মোহাম্মদ বেলালও ছিলেন। পরে নৌকাটি ডুবে গেলে রোহিঙ্গাদের সঙ্গে তিনিও নিখোঁজ হন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে আলোচনায় সাবেক হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে সোমবার (স্থানীয় সময় দুপুর ২:২০) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিংস্টনে

সাতক্ষীরার তালায় স্থানীয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। তালা থানা পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে

দেশের বাজারে অচিরেই সাতক্ষীরায় গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম মিলবে

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের

Scroll to Top