সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে এই স্লোগান কে সামনে রেখে ঈদ-উল ফিতর উপলক্ষে দেশিগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ শে মার্চ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনটির সকল সদস্যরা।
আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মুখে হাঁসি ফুটাতে দেশিগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনিয়। দোয়া রইল সংস্থাটি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে আরও বেশী মানুষের পাশে যেন দাঁড়াতে পারে।