১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডোমার পৌরসভার ২২টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে পৌরসভার আওতায় ২২ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমেদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ৪টায় ডোমার পৌরসভার হল রুমে পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সম্মানী ভাতা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুন্নবী ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভা কর্তৃপক্ষ ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ অন্যান্যদের মিলে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা সম্মানিভাতা প্রদান করে।

এ সম্মানিভাতা পেয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন। ডাঙ্গাপাড়া জামে মসজিদের খতিব মোঃ শামসুল বলেন, “এ ধরনের সম্মাননা আমাদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। পৌরসভাকে ধন্যবাদ জানাই।”

ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম বলেন, “ধর্মীয় কর্মকাণ্ডে পৌরসভার এমন সহায়তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা দোয়া করি, যেন এটি আরও বড় পরিসরে হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বলেন, “এই কার্যক্রম ডোমার পৌরসভায় প্রথমবারের মতো চালু করা হলো। আমরা চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালিয়ে যেতে। ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের সম্মানিত করা আমাদের কর্তব্য।”

অনুষ্ঠানে অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে হওয়া উচিত।” অনুষ্ঠানে ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন এবং তারা সবাই পৌরসভার এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top