১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবের প্রস্তুতি সম্পন্ন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব শনিবার (৫ এপ্রিল)। স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানকার্য  সম্পাদনের জন্য ইতোমধ্যেই সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানীয় জল সরবরাহসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্থানীয় পুরোহিতদের ভাষ্যমতে,পুণ্যস্নানের লগ্ন শুরু হবে শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পূণ্যার্থী। ইতোমধ্যে স্নানোৎসবে অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা হোসেনপুরে আসতে শুরু করেছেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, যদিও ব্রহ্মপুত্র নদের স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধীনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে আমাদের পক্ষ থেকেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, স্নান উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানা পুলিশ যৌথভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ব্যাপরে  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সঞ্চিত চন্দ্র শীল জানান, এ বছর ওই অষ্টমী স্নানোৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, মানবাধিকার কর্মীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। যাতে করে আগত হিন্দু ধর্মাবলম্বী লোকজন নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তাই আশা রাখছি অন্যান্য বছরের তুলনায় এবারের অষ্টমী স্নানোৎসব হবে আরো বেশি জমজমাট ও উৎসবমুখর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top