১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বি-পাড়া উপজেলা চৌব্বাস গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হলো একটি পরিবার; ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মনপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামে আগুনে পুড়ে একটি পরিবারের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামালসহ তিন ঘর পু্ড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০লাখ টাকারও বেশি। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৭:৩০ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবং এক নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।
স্থানিয় সকলের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিভানো নিয়ন্ত্রণে আনে।

ভূক্তভোগী পরিবারের কর্তা কৃষক তাজুল ইসলাম বলেন, সকাল ৭:৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চোখের পলকে সব শেষ হয়ে গেলো। ব্যবহারের জন্য আর কিছুই রইলোনা। আমার ছেলে রনি বৃহস্পতিবারে এসএসসি পরিক্ষা দিবে; তার বই খাতা কলম সব পুড়ে শেষ হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

খবর পেয়ে ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, চাল ও কম্বল দেয়া হয়। তাদের নতুন ঘর নির্মাণের জন্য টিন ও টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। পরিবারটির সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে এমন আশ্বাস প্রদান করেন ইউএনও।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top