২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,১,৪৩ জন পরীক্ষার্থী

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোট ৩,১,৪৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এরমধ্যে এসএসসিতে ২৬৩০ জন ও দাখিল পরীক্ষায় ৫১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৫ জন, রহনপুর আহম্মাদী বেগম( এবি)সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬২ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন  এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫১৩ জন দাখিল পরীক্ষায় অংশ নিবে।

পরীক্ষা গ্রহনের প্রস্তুতি প্রসঙ্গে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাকির হোসেন  বুধবার(০৯ এপ্রিল) দুপুরে জানান, পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি ইতোমধ্যে  শেষ হয়েছে।এরই অংশ হিসেবে কেন্দ্রের প্রতিটি কক্ষে আসন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top