মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোটরসাইকেল চুরি করার সময় পেশাদার চোর, মাদক কারবারি ও ১৮ মামলার আসামি হানিফসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হানিফ মোল্লা (২৮) এবং মোঃ শফিকুল ইসলাম (২৭)। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) বিকেল আনুমানিক ৪:১৫ ঘটিকায় মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকায় এক ব্যক্তি মোঃ ছিদ্দিকুর রহমান তার পালসার মোটরসাইকেল ফকিরাপুল এলাকায় আলাউদ্দিন টাওয়ারের সামনে রেখে ভিতরে যান। কিছুক্ষণ পর দুইজন চোর মোটরসাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ব্যাপারে থানার সূত্র জানায়, হানিফ মোল্লার বিরুদ্ধে ঢাকা শহরের বিভিন্ন থানা সহ মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।