৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৪ হাজার ১ শত ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে এ সার ও বীজ বিতরণ করা হয়।

বহরপুর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় সার্বিক দিক দেখভাল করেন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও পাট উন্নয়ন সংস্থা মোঃ রেজাওয়ান ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বহরপুর ইউনিয়নের সদস্য মোঃ খলিলুর রহমান, অহিদুল ইসলাম অহিদ, আব্দুস শুকুর খান, মোঃ বাবলু মল্লিক ও সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার বিউটি এবং গ্রাম আদালতের উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বালিয়াকান্দি উপজেলায় পাট অধিদপ্তরের পক্ষ থেকে ২ হাজার ৩ শত ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ ও ১২ কেজি সার বিতরন করে।

অপরদিকে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস থেকে ১ হাজার ৮ শত ৫০ জন কৃষকের মাঝে ১ প্যাকেট করে উন্নত জাতের পাট বীজ এবং ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস এর তত্ত্বাবধানে উপজেলার ৭টি ইউনিয়নের ১ হাজার ৮ শত ৫০ জন প্রান্তিক পর্যায়ের পাট চাষিদের মাঝে উন্নত জাতের পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবং বাংলাদেশ পাট অধিদপ্তর থেকে ২ হাজার ৩ শত ৪০,জন প্রান্তিক পাট চাষিকে উন্নত জাতের পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস থেকে মোট ১৮ শত ৫০ কেজি পাট বীজ ও সাড়ে ১৮ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। অপরদিকে পাট অধিদপ্তর থেকে ২ হাজার ৩ শত ৪০ কেজি পাট বীজ ও প্রায় সাড়ে ২৮ মেট্রিক টন সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ফ্যাসিস্ট হাসিনার কুশপুতুলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হেফাজত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের স্ট্যান্ডে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুতুল ঝোলানোর ঘটনার সঙ্গে হেফাজতে

নীলফামারীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে

সাবেক এমপি তুহিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫),

Scroll to Top