১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নলছিটিতে আট এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার ও কেন্দ্র সচিবসহ নয় শিক্ষককে অব্যাহতি

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দ্বায়ে আট পরীক্ষার্থী,কেন্দ্র সচিব ও সুপার সহ নয় শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার নলছিটির রানাপাশা ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার কেন্দ্রে অসদুপায় (নকল) অবলম্বের দ্বায়ে আট শিক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষা থেকে বহিস্কার ও নকলে সহযোগিতা করায় দায়িত্ব পালনকারী সাতজন পরিদর্শক,দায়িত্ব অবহেলা করায় কেন্দ্র সচিব ও সুপার সহ নয়জন শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

জানা যায়,উপজেলা শহর থেকে দূরে হওয়ার সুযোগে কিছুটা ঢিলেঢালা নজরদারি করতেন পরিদর্শকরা।যদিও পরীক্ষা শুরুর দিনেই কেন্দ্রটিতে এক পরীক্ষার্থীকে বহিস্কারও করা হয়েছিলো।কিন্তু পরিদর্শকদের দায়িত্বে অবহেলার সুযোগে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছিল সম্প্রতি।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে গেলে তিনি তৎক্ষনাৎ কঠোর ব্যবস্থা গ্রহন করেন।এবং এদিন তিনি নিজেই গিয়ে দায়িত্বে অবহেলার প্রমান পাওয়ায় কেন্দ্র সচিব সহ নয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন।পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদের কাছে বই,এবং নকলের কাগজ এবং আরেকজনের খাতা দেখে দেখে লেখার প্রমান পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

অব্যহতি দেয়া পরিদর্শকরা হলেন,ছৈলাবুনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,তালতলা দাখিল মাদ্রাসার মাহমুদুল হাসান,পালট দাখিল মাদ্রাসার এমদাদুল হক,ডেবরা দাখিল মাদ্রাসার মো:রেজাউল করিম,ভেরনবাড়িয়া আলিয়া মাদ্রাসার মো:জহিরুল ইসলাম,চর আমতলী মাদ্রাসার নিবারন জোমাদ্দার,তালতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো:ফারুক হোসেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো:নজরুল ইসলাম বলেন,দেশের শিক্ষার সঠিক মান ফিরিয়ে আনতে এবং মেধার বিকাশকে গতিশীল করতে জেল প্রশাসক মো:আশরাফুর রহমানের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।যেকোনো কেন্দ্রে পরীক্ষায় অনিয়ম পেলে তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এবছর চলমান এস এস সি ও দাখিল পরীক্ষায় হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রটিতে ১২ টি মাদ্রাসার ৩২৭ জন পরীক্ষার্থী সহ উপজেলায় মোট ৩৭৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে অফিস সংস্কারে চাঁদা তোলার অভিযোগ সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে অফিস কক্ষ সংস্কারের অভিযোগ উঠেছে।

নান্দাইলে শিক্ষার মান উন্নয়নে ইউএনও’র আকস্মিক স্কুল পরির্দশন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার স্কুল

নীলফামারীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী পুলিশ লাইন একাডেমীর এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। শনিবার (২৬

ডিমলায় পাঠদানের সময় ছাদের বীম ধসে আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার নয় মাসের শিশু সন্তান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি: ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় সময় জোরাজির্ণ ভবনের ছাদের বীম ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষিকা ও তার

Scroll to Top