৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে!

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি :

চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক হোক বা সিনথেটিক— সব ধরণের চুইংগামেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এক টাকার একটি চুইংগামে প্রায় ১-৩ হাজার প্লাস্টিক কণা থাকতে পারে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন।

তারা জানান, চুইংগামে মূলত পলিইথিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকের কণিকা থাকে। এগুলো কী তা বোঝার সুবিধার্থে বলা যায়— পলিইথিলিন পলিথিন ব্যাগ, পানির বোতল এবং পলিস্টাইরিন ওয়ান-টাইম কাপ, সিডি-ডিভিডি ইত্যাদিতে ব্যবহার করা হয়।

এই প্লাস্টিক কণাগুলো দেহ হজম করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দেহে। সে প্রভাবগুলো সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ধরণের পণ্য থেকে দূরে থাকাই উত্তম। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।
জনসাধারণের কাছে একটাই প্রশ্ন,শিশুর মুখে প্লাস্টিক গুজে দিচ্ছেন না তো? দুই টাকার চুইংগামেই ৩ হাজার প্লাস্টিক কণা ঢুকছে পেটে।

তথ্যসূত্র: আমেরিকান কেমিক্যাল সোসাইটি

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিদ্যুৎ চলে গেলে, খোকসা হাসপাতালে অন্ধকারেই জরুরি সেবা! রোগীসেবা চরমভাবে বিঘ্নিত

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া খোকসা হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অচল হয়ে পড়ে। আজ ২৪ এপ্রিল সন্ধ্যার পর

পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ডক্টর ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যানের চিঠি

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি: খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী জেলা পিরোজপুরের কাউখালিতে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট “চীন-বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতাল” নির্মানের স্থান নির্ধারনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন করলেন সিটি মেয়র

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, খুলশীতে ১৪ এপ্রিল সোমবার বিকেলে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন

মোহাম্মদ নয়ন তজুমউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ দৌলতখানে চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

Scroll to Top