১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে রেললাইনের পাশে যুবকের ছিন্নভিন্ন মরদেহ: পরিকল্পিত হত্যার সন্দেহ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে এক যুবকের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের লোমহর্ষক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম ইকবাল হোসাইন (৩০)। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের বাসিন্দা। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়ি ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওইদিন রাতেই পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরদিন সকালে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া ছিন্নভিন্ন মরদেহ দেখে পরিবার নিশ্চিত হয় এটি ইকবালেরই। মরদেহের হাত-পা বিচ্ছিন্ন ছিল এবং পুরো শরীরে ছিল নৃশংস আঘাতের চিহ্ন।

নিহতের স্বজনদের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, ইকবালকে হত্যার পর লাশটি রেললাইনের পাশে ফেলে রেখে ঘটনাটি আত্মহত্যা বা ট্রেন দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, মরদেহের অবস্থা দেখে সন্দেহ জাগছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

বর্তমানে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সবদিক মাথায় রেখে তদন্ত চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top