১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিঁখোজ হওয়া ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিঁখোজ হওয়া জিল্লুর রহমান দিলুর  মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ২৫ শে এপ্রিল রাত নয় ঘটিকায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং পিলারের নিকট সে নৌকা ডুবিতে নিঁখোজ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে এপ্রিল) ভোর ৬:০০ ঘটিকায় শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন  নদীতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্হানীয়রা। পরে খবর পেয়ে  জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জিল্লুর রহমানের  পিতা আব্দুস সালাম। তার গ্রামের বাড়ী জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকায় । পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে যায় তারা। ঝড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠলেও নিঁখোজ হয় দিলু।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top