২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে সেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ধান কাটার শ্রমিক সংকট ও দেশের আবহাওয়ায় চলমান বন্যা পরিস্থিতির কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নলছিটির অনেক এলাকার কৃষকরা।

মে দিবস উপলক্ষে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সেচ্ছাশ্রমে নলছিটি পৌরসভার নান্দিকাঠী এলাকার মামুন হোসেন নামের এক কৃষকের প্রায় বিশ শতক জমির বোরো ধান কেটে সহযোগিতা করেছে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

এতে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী,সদস্য সচিব নাঈম আহমেদ হিমেল ছাত্রনেতা রাতুল গাজী সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদলের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচনা করে কৃষক মামুন হোসেন বলেন,একদিকে বৃষ্টি অপরদিকে ক্ষেতে পাকা ধান,কিন্তু কাটার মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না।এতে এই মৌসুমে বোরো ধান ঘরে তুলতে না পারলে বেশ ক্ষতির মুখে পরে যাবেন কৃষকরা।এমনিতেই ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বেশ লোকসানে পরতে হচ্ছে কৃষকদের,এরই মধ্যে আবহাওয়ার বৈরিতা লোকসানের পরিমান আরও বারিয়ে দিচ্ছে।এমন সময় বিনা পারিশ্রমিকে ছাত্রদলের ছেলেরা আমার ধান কেটে দেয়ায় আমার বিশাল একটা উপকার হয়েছে।আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রাতুল গাজী বলেন,আমরা নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মতো দেশের মানুষের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।আমাদের এরকম মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top