মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পর্যায়ের স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমেছেন ঝালকাঠির পাশা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে কোনো অনুষ্ঠান না করে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিকাল প্রশিক্ষণ থেকে বিরত থেকে কলেজ চত্বরে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন। তারা কলেজ মোড়ে অবস্থান নিয়ে তাদের দীর্ঘদিনের দাবির পক্ষে স্লোগান দেন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাব্বি হাওলাদার বলেন, “তিন বছর ধরে কঠোর পড়াশোনা আর ক্লিনিক্যাল ট্রেনিং করার পরও আমাদের ডিপ্লোমাকে এইচএসসি সমমান হিসেবে ধরা হয়, যা আমাদের জন্য অপমানজনক।”
আরেক শিক্ষার্থী মো. আলী আজিম অভিযোগ করেন, “তিন বছর মেয়াদি বিএ, বিবিএ বা অনার্স কোর্স যেখানে স্নাতক ডিগ্রি হিসেবে গণ্য হয়, সেখানে আমাদের সাড়ে তিন বছর ধরে শিক্ষা ও প্রশিক্ষণ শেষে উচ্চমাধ্যমিক সমমানের সার্টিফিকেট দেওয়া হয়। এটা চরম বৈষম্য।”
তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান বলেন, “আমরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। অথচ আমাদের শিক্ষা ও দক্ষতার যথাযথ স্বীকৃতি মিলছে না।”
ইন্টার্ন নার্স মো. মশিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইন্টার্নশিপসহ আমাদের কোর্সের মেয়াদ প্রায় সাড়ে তিন বছর। এরপরও স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক। তাই আমরা এই অন্যায়ের প্রতিবাদে আন্দোলনে নেমেছি।”
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্র্যাকটিক্যাল কার্যক্রম বর্জন করে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এছাড়া, দেশের অন্যান্য নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদেরও একই দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের ভাষ্য, এই দাবি বাস্তবায়িত হলে নার্সদের পেশাগত মর্যাদা এবং কর্মক্ষেত্রে অবস্থান আরও শক্তিশালী হবে।