১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে ইউএনওকে বিভিন্ন সংগঠনের বিদায় সংবর্ধনা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন।গত মঙ্গলবার রাত ও বুধবার তাকে এ সংবর্ধনা দেয়া হয়।মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন,চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাসুম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম ও আলাউদ্দিন পারভেজসহঅন্যরা।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় রহনপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম।বুধবার গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।এসময় শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা সম্মিলিত সাংবাদিক ফোরাম গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব, রহনপুর রিপোর্টাস ক্লাব, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব ও গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ধ্যায় অফিসার্সক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত: তিনি সম্প্রতি বগুড়ার আদমদিঘী উপজেলায় বদলি হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top