মোঃ নুর আলম পাপ্পুঃ, খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুরে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় একতারপুর বাজারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রাণিসম্পদ পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল-মামুন হোসেন মণ্ডল। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. জাকির হোসেন।
প্রশিক্ষণে জানিপুর ইউনিয়নের ৪০ জন খামারি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় খামারের জৈব নিরাপত্তা, গবাদিপশুকে নিয়মিত টিকাদান, তীব্র গরমে পশুর সঠিক পরিচর্যা এবং আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানিযোগ্য পশুর রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতির বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় খামারিরা তাদের খামার ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগে উদ্বুদ্ধ হন। প্রশিক্ষণার্থীরা জানান, এই ধরনের কর্মসূচি তাদের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।