২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন ‘চুনকাকুটি’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা থেকেই পুলিশ তার বাড়ির আশপাশে অবস্থান নেয়। এ সময় এলাকাবাসী আইভীর গ্রেফতার ঠেকাতে বাড়ির প্রবেশপথে বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখেন। আশেপাশের মসজিদ থেকে মাইকিং করে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। এতে মুহূর্তেই আইভীর বাড়ির চারপাশে শত শত মানুষ জড়ো হন। তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে তিনি সঙ্গে সঙ্গে যেতে রাজি হননি। পরে তিনি জানান, ভোরে পুলিশের সঙ্গে যাবেন। তিনি তার কথা অনুযায়ী ভোরে বাসার দরজায় এসে উপস্থিত হলে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি পুলিশকে সহযোগিতা করেছেন।”

পুলিশ জানিয়েছে, আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top