রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
রোববার (১১ মে) দুপুর ১২ টার দিকে আরআরপি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। যার মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৬২ জন ও সাধারণ মেধায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১২০ জন।
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বক্তব্যে তারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামীদিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।