৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি অদৃশ্য শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেও ওই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল মারা— এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। আমাদের ভবিষ্যতের ভোট, আন্দোলন ও সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য এ ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং চক্রান্তেরই অংশ। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top