১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি অদৃশ্য শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেও ওই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল মারা— এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। আমাদের ভবিষ্যতের ভোট, আন্দোলন ও সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য এ ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং চক্রান্তেরই অংশ। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জুলাই সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানকে বাদ দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা, ১৬ মে ২০২৫, শুক্রবার: কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন জুলাই মাসের সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল

ছাত্র ইউনিয়নকে নিয়ে ছাত্রদলের বক্তব্য প্রত্যাহারের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ছাত্র ইউনিয়নকে নিয়ে ইবি ছাত্রদল নেতার দেওয়া বিভ্রান্তমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকেলে গুলিস্তানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের

দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে সক্রিয় ‘স্যাবোটাজ লীগ’: বিশ্লেষকদের মত

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে নানা ষড়যন্ত্র

Scroll to Top