মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে প্রিয় জন্মভূমি নীলফামারীর জলঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ ১৮ বছর পর তার জলঢাকায় আগমন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার সকাল থেকেই জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেয় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জলঢাকা বিএনপির আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।”