২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জলঢাকায় বিশাল গনসংবর্ধনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তুহিন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে প্রিয় জন্মভূমি নীলফামারীর জলঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ ১৮ বছর পর তার জলঢাকায় আগমন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার সকাল থেকেই জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেয় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জলঢাকা বিএনপির আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আপনারা অতীতে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি,ডিমলার গণসংযোগে সাবেক সংসদ সদস্য তুহিন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ আপনারা অতীতে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি। গণসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা

গণতন্ত্রের স্বার্থে এদের চেহারা উন্মোচন করতে হবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্র ও জনগণের

গোমস্তাপুরে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি’র( ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, এবং রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত

জাতীয় নাগরিক পার্টির সাত দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, ধর্ম, নারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক

Scroll to Top