১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালার মধ্য বোয়ালখালীতে মানবিক যুব সমাজ: মানবতার সেবায় একঝাঁক তরুণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, মধ্য বোয়ালখালী গ্রামে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন—‘মানবিক যুব সমাজ’। তরুণদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনটির মূল লক্ষ্য হল—সামাজিক সমস্যা মোকাবিলা, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে সচেতন ও মানবিক কাজে সম্পৃক্ত করা।

নেতৃত্বে রয়েছেন:
সভাপতি: মুফতি ইদ্রিস
সাধারণ সম্পাদক: মোঃ ইকবাল
সাংগঠনিক সম্পাদক: মোঃ হাচান আল মামুন

প্রতিষ্ঠার পর থেকেই ‘মানবিক যুব সমাজ’ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—

  • গরিব ও অসুস্থদের চিকিৎসা সহায়তা
  • শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ
  • সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন

সংগঠনের সভাপতি মুফতি ইদ্রিস বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, কোনো স্বার্থ ছাড়া।”

সাধারণ সম্পাদক মোঃ ইকবাল জানান, “যেখানে একজন মানুষ কষ্টে আছে, সেখানেই আমাদের দায়িত্ব। আমাদের সদস্যরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করছে।”

সাংগঠনিক সম্পাদক মোঃ হাচান আল মামুন বলেন, “আমরা চাই মেরুং ইউনিয়নের অন্য ওয়ার্ডগুলোতেও এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়ুক।”

স্থানীয়রা বলছেন, ‘মানবিক যুব সমাজ’ শুধু একটি সংগঠন নয়—এটি এক পরিবর্তনের নাম। তাদের কার্যক্রমে এলাকার যুবসমাজ এখন অনেক বেশি সচেতন ও সক্রিয় হয়ে উঠছে।

পাহাড়ি জনপদের এক প্রান্তে বসবাস করেও মানবিক কাজ করা সম্ভব—এটাই প্রমাণ করেছে মধ্য বোয়ালখালীর তরুণরা। তারা দেখিয়ে দিয়েছে, সমাজ পরিবর্তনের সূচনা করা যায় নিজের ঘর থেকেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top