নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন। অবশ্যই ফিরবেন, এবং শিগগিরই ফিরবেন।” তবে সুনির্দিষ্টভাবে কোন দিন বা সময় তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
এ সময় তিনি আরও জানান, লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকও শিগগির অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন।
আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এ ঘোষণার পর বিএনপির অবস্থান কী হবে, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে এখনো দলগত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আশা করছি সরকার বাস্তবতা বিবেচনায় নেবে।”
তিনি বলেন, “এপ্রিল নির্বাচনের জন্য সময়সাপেক্ষ নয়। ওই সময়টা রমজান মাস, এরপর ঈদ। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হয়ে পড়বে। প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হবে, রাজনৈতিক কর্মীদের কার্যক্রম পরিচালনা করতেও সমস্যা হবে।”
ফখরুল আরও বলেন, “রমজানের মধ্যে জনসভা করা, প্রচারণা চালানো অত্যন্ত কষ্টকর। প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির আশঙ্কা সব মিলিয়ে নির্বাচন আয়োজন কঠিন হবে। আমরা সবসময় বলেছি—ব্যয় কমাতে হবে, তবে ওই সময় হলে খরচ বাড়বে।”
তিনি বলেন, “বাংলাদেশে সাধারণত নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নির্বাচন হয়েছে। দু’একবার অন্য সময় হলেও তখন নানা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং সময় নির্বাচন আয়োজনের জন্য বড় একটি বিষয়।”
মির্জা ফখরুলের মতে, জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সময় ও পরিস্থিতির বিবেচনায় সরকারকে আরও যুক্তিসংগত পদক্ষেপ নিতে হবে।