১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত তা কমিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক তিন সিইসি ও ২৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই নির্বাচনগুলোতে বিএনপি নেতাকর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, ভোটকেন্দ্রে ভয়ভীতি সৃষ্টি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। পরবর্তীতে গত ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।

এ মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। আদালতের এ রিমান্ড আদেশের পর সাবেক সিইসিকে ঢাকা সেন্ট্রাল জেলে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top