নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশব্যাপী একযোগে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ এবং মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনি উল্লেখ করেন যে এবারের ফলাফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে প্রস্তুত করা হয়েছে।
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য মেসেজ ফরম্যাট হবে: SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025 (উদাহরণ: SSC Dha 123456 2025) এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা শিক্ষার্থীরা www.bmeb.gov.bd বা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এসএমএসের জন্য ফরম্যাট হবে: Dakhil MAD [রোল নম্বর] 2025 (উদাহরণ: Dakhil MAD 123456 2025) এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা www.bteb.gov.bd অথবা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এসএমএসের জন্য ফরম্যাট হবে: SSC TEC [রোল নম্বর] 2025 (উদাহরণ: SSC TEC 123456 2025) এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।