রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জি.এস. মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করে শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি থেকে মোট ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ৮১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৩ দশমিক ১০ শতাংশ।
আদিতমারীর উপজেলায় এবারে এস,এস,সি মোট পরিক্ষাথী সংখ্যা ছিল ২ হাজার ২ শত ৯২ জন। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪ শত ২২ জন। অকৃতকার্য হযেছে, ৮ শত ৭০ জন। এর মধ্যে জি,পি,এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯১ জন।
দাখিল, পরিক্ষর্থী ৩ শত ৭৮ জন। জি,পি,এ ৫ পেয়েছে ১০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ২ শত ৪৪ জন। অকৃতকার্য হয়েছে ১শত ৩৪ জন।
সবচেয়ে আনন্দের বিষয় হলো আদিতমারী উপজেলার ৩৩ টি উচ্চ বিদ্যালযের মধ্যে প্রতিবারের মতো এবারও সেরা হবার গৌরব অর্জন করেছে সরকারী আদিতমারীজি,এস স্কুল এ্যান্ড কলেজ।
এ কৃতিত্ব ঐ স্কুলের প্রসাশনিক কর্মকর্তা শওকাত আরা সিদ্দিকার। তাঁর সততা নিষ্ঠা নিরলস পরিশ্রমেই এবারও শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ রাখলেন আদিতমারী সরকারী জি এস,স্কুল এ্যান্ড কলেজ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের প্রতিফলন।
এব্যপারে ঐ স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষতে আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে জানান,শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই সফলতা এসেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা আরও মনোযোগী থাকবো।”
আদিতমারী উপজেলার শিক্ষামহলে এ ফলাফল নিয়ে ব্যাপক প্রশংসা চলছে। অভিভাবক ও এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নতির জন্য।
এই সাফল্যে আদিতমারী সরকারি জি.এস. মডেল স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রমাণ করল,এটি শুধু উপজেলাতেই নয়, জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবেও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।