নিজস্ব প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে এক শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল নিয়ে উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত সরদার মাত্র একটি বিষয়ে (রসায়ন) পরীক্ষা দিলেও ফলাফলে তাকে দুটি বিষয়ে (রসায়ন ও কৃষি) অকৃতকার্য দেখানো হয়েছে।
আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ে অংশ নিয়ে শুধু রসায়নে ফেল করেছিল। ২০২৫ সালে সে কেবল রসায়ন বিষয়েই পুনরায় পরীক্ষা দেয়। কিন্তু ১০ জুলাই প্রকাশিত ফলাফলে অবাকভাবে দেখা যায়, তাকে রসায়নের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে, যদিও তার প্রবেশপত্রে কৃষি বিষয়টি ছিলই না।
বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া এই ত্রুটিকে “কারিগরি সমস্যা” বলে উল্লেখ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করে কারিগরি শিক্ষা বোর্ডকে অবহিত করবেন।
আরাফাতের বাবা আব্দুল কুদ্দুস এবং স্থানীয় শিক্ষার্থীরা এই ভুল সংশোধনের দাবি জানিয়েছেন। শিক্ষা বোর্ডের এমন ভুলে শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। এই ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে।