নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এইচএসসি পরীক্ষা অবশেষে স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে এ ঘোষণা দেন।
এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা। এ দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ২১ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছে। পরীক্ষার্থীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জোরালো হয়। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সোমবার মধ্যরাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ রাজধানীর ১০টি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বিভিন্ন ছাত্র সংগঠনও পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।