নিজস্ব প্রতিনিধি:
উত্তরায় বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে। এর আগে গত রাতে মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের ঘোষণায় অনেক শিক্ষার্থী ও অভিভাবককে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল।
এদিকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক বলে মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার দুপুরে স্কুল ক্যাম্পাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদের তালিকা প্রকাশ, আহতদের সঠিক তথ্য প্রদান, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ বিতরণ, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বন্ধ করা এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার করা। আইন উপদেষ্টা জানান, স্কুল প্রাঙ্গণে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে নিহত ও আহতদের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর শারীরিক আচরণের অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধে বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। তবে সরকারি আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।