৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

হাওড়ের অঞ্চলের ১০ উপজেলায় সরকারি উচ্চ বিদ্যালয়, তালিকায় মধ্যনগরও

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

হাওড় অঞ্চলের শিক্ষা উন্নয়নের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাসহ দেশের ১০টি উপজেলায় নতুন সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে “Feasibility Study for Establishment of 10 (Ten) Secondary Schools at Selected Upazila Sadar in Haor Area” প্রকল্পের আওতায় এই অনুমোদন দেওয়া হয়।

সরকারি উচ্চ বিদ্যালয়ের স্বল্পতার কথা বিবেচনায় নিয়ে হাওড় অঞ্চলের ৫৭টি উপজেলার মধ্যে ১০টি উপজেলাকে বাছাই করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা লাভের সুযোগ আরও প্রসারিত হবে।

প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার এবং সিটি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে গঠিত Infrastructure Investment Facilitation Company (IIFC)-কে।

নতুন অনুমোদিত বিদ্যালয়গুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ধরে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দাবি করে আসছিল এলাকাবাসী। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন ঘটতে যাচ্ছে।

মধ্যনগরে নতুন উচ্চ বিদ্যালয় ঘোষণা হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বলেন, এটি মধ্যনগরের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আমাদের সন্তানেরা আর পিছিয়ে থাকবে না।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগে হাওড় অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top