আন্তর্জাতিক ডেস্ক:
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষস্ত্রীকরণ দাবিকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন। শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুবার্ষিকীর ভাষণে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, “যারা আমাদের অস্ত্র ত্যাগ করতে বলে, তারা প্রকৃতপক্ষে ইসরাইলের কাছে আত্মসমর্পণ করতে চায়। আমরা কখনোই এই রাষ্ট্রের কাছে মাথা নত করব না।”
কাসেমের এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক মহল লেবাননের উপর হিজবুল্লাহর অস্ত্র নিষ্ক্রিয়করণের জন্য চাপ প্রয়োগ করছে। ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা থাকলেও, সার্বভৌমত্ব ইস্যুতে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আগামী সপ্তাহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের দূত টম ব্যারাকের নিষস্ত্রীকরণ প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দু হবে। তবে কাসেম স্পষ্ট করেছেন, “ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে অস্ত্রনীতি নিয়ে কোনো আলোচ্য বিষয় থাকবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহর এই অনড় অবস্থান লেবাননের ভঙ্গুর রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের মধ্যে লেবানন এখন একটি কূটনৈতিক ধাঁধার মুখোমুখি।