আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার ইসরাইলি অবরোধের মধ্যে থাকা গাজা উপত্যকায় খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, উইটকফ ইসরাইলি রাষ্ট্রদূত মাইক হাকাবির সাথে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলে মানবিক সংকটের তীব্রতা মূল্যায়ন করবেন এবং অতিরিক্ত খাদ্য সহায়তার পরিকল্পনা নিশ্চিত করবেন।
এই সফরের প্রাক্কালে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১ জন নিহত হয়েছেন – যাদের মধ্যে ৯১ জনই ত্রাণ সহায়তা সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার একটি ক্রসিংয়ে খাদ্যের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের উপর ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ৫০ জনের মৃত্যু ও ৪০০ জনের বেশি আহত হওয়ার কথা স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ বিবিসিকে নিশ্চিত করেছে।
ইসরাইলি বাহিনী যদিও দাবি করেছে তারা কেবল “সতর্কতামূলক গুলি” চালিয়েছে এবং হতাহতের বিষয়ে অজ্ঞাত, হামাস-সমর্থিত সিভিল ডিফেন্স বাহিনী সরাসরি ত্রাণকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তোলে। এদিকে ইসরাইলি কর্মকর্তারা নতুন করে হুমকি দিয়েছেন যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় অগ্রগতি না হলে গাজার অংশবিশেষ দখলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই সংকটময় পরিস্থিতিতে মার্কিন দূতের গাজা সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিলিস্তিনিদের দুর্ভোগের দিকে ফেরানোর একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যদিও ইসরাইলের সম্ভাব্য সামরিক সম্প্রসারণ উদ্বেগ বাড়াচ্ছে। উইটকফ ইতিমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে “ফলপ্রসূ” আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।