নিজস্ব প্রতিনিধি:
হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি : ইউরোপিয়ো এই রায় বলা হয় বাংলাদেশিসহ কোনো অভিবাসীকে আর আলবেনিয়ায় পাঠাতে পারবে না ইতালি সরকার – এটাকে আদালতের বজ্রনিনাদ রায় হিসেবে বলা হয়। ইউরোপের মানবাধিকারের ঐতিহাসিক জয়, ইউরোপীয় আদালতের মুখোমুখি ইতালি বর্তমান প্রধান মন্ত্রী মেলোনি ও তার সরকার।
এই রায়ের মূল কথা হলো শুধু নিরাপদ দেশ বললেই সেই দেশ নিরাপদ হয়ে যায় না!”ইউরোপীয় সর্বোচ্চ আদালতের বোমা ফেলা রায় এছাড়া এই রায়ে বলা হয় মানবাধিকার সুরক্ষা নিশ্চিত না করে কাউকে জোর করে আলবেনিয়ায় পাঠানো নিষেধ বা অবৈধ!
২০২৪ সালে ইতালি বর্তমান সরকার বাংলাদেশকে ‘নিরাপদ দেশের’ তালিকায় রাখে।এরপর অনেক বাংলাদেশিকে সাগরপথে এলে আলবেনিয়ার বন্দিশিবিরে পাঠানো হয়।এই অন্যায়ের বিরুদ্ধে ২ বাংলাদেশি মামলা করেন।সেই মামলার ভিত্তিতেই আসে এই ঐতিহাসিক রায়!
শুধু বাংলাদেশি নয়—যে কোনো উন্নয়নশীল দেশের অভিবাসীর জন্য এটি এক মানবাধিকার রক্ষার বড় জয়। ইউরোপের মধ্যে এই রায় দীর্ঘমেয়াদে অনেক দেশের অভিবাসন নীতিতে প্রভাব ফেলবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আইন বদলের ইঙ্গিত দিয়েছেন! নতুন করে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।