৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৭ হিজরি

ইরানের প্রেসিডেন্টের আসন্ন দ্বি-দেশীয় সফর: আর্মেনিয়া ও চীন ভ্রমণ করবেন পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শিগগিরই আর্মেনিয়া ও চীন সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার এ ঘোষণা দেন। তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী দুই সপ্তাহের মধ্যে আর্মেনিয়া ভ্রমণ করবেন এবং ইরানি ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসে (শাহরিভার) চীন সফরে যাবেন।

চীন সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাংহাই সহযোগিতা সংস্থার নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত ২৩ এপ্রিল বেইজিংয়ে অবস্থানকালেই প্রেসিডেন্টের এই চীন সফরের ঘোষণা দিয়েছিলেন।

এসব সফরের প্রাক্কালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি পাকিস্তান সফর শেষ করেছেন, যেখানে দুই দেশের মধ্যে ১২টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এই সফরকে “অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইতিমধ্যে ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, ওমান, কাতার, রাশিয়া, মিশর ও পাকিস্তান সফর করেছেন। এই সফরগুলো ইরানের বৈদেশিক নীতির সক্রিয়তা ও আঞ্চলিক কূটনৈতিক সম্প্রসারণের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।

আর্মেনিয়া সফরটি ইরান-আর্মেনিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনার সুযোগ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চীন সফর ইরানের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন আদায়ের গুরুত্বপূর্ণ সুযোগ বয়ে আনবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top