নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার (৮ আগস্ট) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বৈঠকের ঘোষণা দেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার আলাস্কার ‘গ্রেট স্টেট’-এ অনুষ্ঠিত হবে। বিস্তারিত শীঘ্রই জানানো হবে।”
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তবে স্থান ও তারিখ প্রকাশ করেননি। তার মতে, এই ঘোষণা যেন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তিচুক্তির গুরুত্বকে ম্লান না করে। এই চুক্তি শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়েছে।
ট্রাম্প বলেন, পুতিন দ্রুত বৈঠক করতে আগ্রহী এবং রাশিয়া ও ইউক্রেন শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু সীমান্ত এলাকা বিনিময় করতে পারে। তিনি বলেন, “এটি একটি জটিল প্রক্রিয়া। কিছু এলাকা আমরা ফিরে পাব, কিছু পরিবর্তন হবে। উভয় পক্ষের স্বার্থেই এই বিনিময় ঘটবে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপীয় নেতারাও পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শান্তি চুক্তি কামনা করেন। তার মতে, “পুতিন ও জেলেনস্কি উভয়েই শান্তি চান। জেলেনস্কিকে এখন চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত হতে হবে।”
এই বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো সফর করেন। এটি ছিল উইটকফের চলতি বছরের পঞ্চম রাশিয়া সফর। রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সহযোগী ইউরি উশাকভ এই বৈঠককে ‘উপকারী ও গঠনমূলক’ বলে অভিহিত করেন।
ট্রাম্প-পুতিনের এই আসন্ন বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে।