সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে উপজেলার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রোববার (১০ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি মডেল মসজিদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি নকিব আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুপচাঁচিয়া গুনাহার ইউপি চেয়ারম্যান ও জামায়াতে ইসলামির মনোনীত বগুড়া-৩ আসনের এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, ইসলামি ছাত্র শিবির বগুড়া (পশ্চিম) শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, সেক্রেটারী হাফেজ আল ইমরান প্রমুখ।
উপস্থিত ছিলেল জামায়াত নেতা ইদ্রিছ আলী এ্যাড, আহসান হাবিব তুহিন, ছাত্র শিবির সেক্রেটারী আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে আদমদীঘি ্উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিলের প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থিদের মাঝে ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার সামগ্রি বিতরণ করা হয়।