মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
শিক্ষার্থীদের যাতায়াত সহজতর ও শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে, যাতে তারা স্কুলে যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও সময় সাশ্রয় করতে পারে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।