আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউস বৈঠকের প্রাক্কালে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। সোমবার (১৭ আগস্ট) ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি দাবি করেন, “জেলেনস্কি চাইলে আজই রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।”
ট্রাম্প তার পোস্টে ২০১৪ সালে ক্রিমিয়া সংকটের প্রসঙ্গ টেনে বলেন, “ওবামা প্রশাসনের সময় ক্রিমিয়া রাশিয়ার সাথে সংযুক্ত হয়েছিল – কোনো গুলি ছাড়াই। এটি ফেরত দেওয়া হবে না।” তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, “ইউক্রেনের ন্যাটোতে যোগদানের কোনো সম্ভাবনা নেই। কিছু জিনিস কখনই পরিবর্তন হয় না!”
এই বৈঠককে ট্রাম্প “হোয়াইট হাউসের একটি বড় দিন” হিসেবে আখ্যায়িত করেন, যেখানে একাধিক ইউরোপীয় ও ন্যাটো নেতা উপস্থিত থাকবেন। তিনি লেখেন, “এত সংখ্যক ইউরোপীয় নেতা একসাথে কখনও আসেননি। তাদের আতিথ্য দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
ট্রাম্পের এই মন্তব্য ইউক্রেন সংকটে মার্কিন অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি যুদ্ধবিরতি আলোচনায় নতুন গতিবিধি সৃষ্টি করতে পারে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্যের উপর কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, গত দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে ব্যাপক সামরিক সহায়তা প্রদান করে আসছে। ট্রাম্পের এই বক্তব্য যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য পথ নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।