১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির শহীদনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

হাজী আছির উদ্দিন মৃধা ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী মোঃ আব্দুর রহমানের সৌজন্যে ওয়াকফ এস্টেট এর অর্থায়নে মাদ্রাসার প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে খাতা কলমসহ কিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে শহীদ নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ আসিফ নেওয়াজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠ পরিবেশে শিক্ষাদানের উপর বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-কালুখালী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মোঃ শাহজাহান আলী, সহকারী অধ্যক্ষ আব্দুল ওহাব প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, এলাকার শিক্ষার মান উন্নয়নে অত্র প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইন্তাজ উদ্দিন খানের স্বপ্ন ছিল এলাকার মেয়েরা যেন ইসলামী ধ্যান ধারনা নিয়ে গড়ে উঠতে পারে। আজ সকলের পরিশ্রম এবং অনুপ্রেরণায় প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। তোমরা যারা শিক্ষার্থী আছ সুন্দর সুষ্ঠু পরিবেশে শিক্ষা অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখবে।

হাজী আছিফ উদ্দিন মৃধা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মোঃ আব্দুর রহমান বলেন, এস্টেট এর অর্থায়নে আজ শহীদনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণীর ৩৪ জন, দ্বিতীয় শ্রেণীর ৩২ জন, তৃতীয় শ্রেণীর ৩৫ জন, চতুর্থ শ্রেণীর ২৮ জন, পঞ্চম শ্রেণীর ৩২ জন, ষষ্ঠ শ্রেণির ৮০ জন, সপ্তম শ্রেণীর ৯০ জন, অষ্টম শ্রেণীর ৬৬ জন, নবম শ্রেণীর ৪৮ জন, দশম শ্রেণীর ৩৪ জন, আলিম প্রথম বর্ষের ১০ জন ও আলিম দ্বিতীয় বর্ষের ১৮ জনসহ সর্বমোট ৫০৭ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে খাতা কলমসহ কিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হলো। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিনামূল্যে শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছাসিত শহীদনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top