নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার বিতর্কিত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে চাঁদপুরের মতলব উপজেলায় বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়।
বদলির সংবাদ প্রকাশিত হওয়ামাত্র গাজীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আব্দুস সালাম গত ১২ জানুয়ারি গাজীপুর সদর উপজেলায় দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই একের পর এক অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন।
তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের প্রতি অবমাননাকর আচরণ ও কটূক্তি, স্কুল নিবন্ধনের জন্য মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের, বিধিবহির্ভূতভাবে শিক্ষক বদলি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন নেওয়া। এসব অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শিক্ষক সমাজ তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তার অনিয়মের বিষয়টি বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে এলে তারা একাধিকবার তদন্ত কার্যক্রম পরিচালনা করে। জানা গেছে, দুর্নীতির অভিযোগে এর আগেও আব্দুস সালামকে ১৭ বার বদলি করা হয়েছে এবং তার গ্রেড অবনমন করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে।
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাদ্দিকুর রহমান এই বদলি সম্পর্কে মন্তব্য করেন, “একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে কেবল বদলি করা কোনো স্থায়ী সমাধান নয়, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আমরা ইতিমধ্যে আব্দুস সালামের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছি এবং আশা করি তিনি শাস্তি পাবেন।”