এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট (মঙ্গলবার) এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ মজুমদারের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,পরশুরাম পৌরসভার সাবেক মেয়র, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ। পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব ও স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মাহবুবুল হক মজুমদার।
এতে আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশিদ আলম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম, রীনা রায় প্রমুখ।