শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানটি আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, দক্ষতা অর্জন, শিষ্টাচার পিতামাতা, সমাজ, দেশ, জাতি, ও বহি বিশ্বের জন্য একজন সৎ সন্তান তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম।