মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দীঘিনালায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার আটটি বিদ্যালয় অংশ নেয়।
ফাইনালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার সম্মান পান মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভমিতা দাশ শ্রেষ্ঠা।
চূড়ান্ত রাউন্ডের বিষয় ছিল— “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি বিলুপ্তির বিকল্প নেই।” শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তি উপস্থাপন দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইনামুল হাছান এবং সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা।