২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (২৯ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুবিও এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এর আগে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে।

তার ভাষ্যে, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও শক্তিশালী করে। আমি ইরানি নেতাদের আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়—যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, শান্তির পথে এগিয়ে যায় এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত হয়।’

এদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top