ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দ্বায়িত্বভার গ্রহণ করলেন মাওলানা আব্দুল আলিম ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আয়ুব হোসেন এর আজ ছিলো শেষ কর্মদিবস। প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের শুন্যতায় জৌষ্ঠতার ভিত্তিতে তিনি বিগত ২৪ মে থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিম।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আমার উপরে যে দ্বায়িত্বভার দেওয়া হয়েছে আমি যথাযথ ভাবে পালন করবো। এ বিদ্যালয়ের সফলতা অর্জন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ৷ তিনি বিদ্যালয় কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
দ্বায়িত্বভার গ্রহণ শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে শিক্ষক – কর্মচারী এবং ছাত্র – ছাত্রী ও কমিটির সদস্য বৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে সকল শিক্ষক- কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।