মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:
মুরাদনগরে জামিয়ার মহাপরিচালক মুফতি আমজাদ হোসাইন দাঃবাঃ কে সমাপনী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। কুমিল্লা জেলার মুরাদনগর সদরের গোমতী নদীর পাড়ে অবস্থিত মুসলিহে উম্মত কাজী শাহ মুজাফ্ফার আহমদ রহ. এর প্রতিষ্ঠিত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফাফারুল উলুম মুরাদনগর এর মহাপরিচালক ও শাইখুল হাদিস মুফতি আমজাদ হোসাইন দামাত বারকাতুহু কে একজন সফল মহাপরিচালক হিসেবে জামিয়ার ২০২৪ – ২৫ খ্রিস্টাব্দ সনের হিফজ বিভাগের সমাপনী শিক্ষার্থীদের পক্ষ থেকে
সম্মাননা স্মারক প্রদান করেছে জামিয়ার হিফজ বিভাগীয় প্রধান আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলাম ।
১ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টা মুরাদনগর কেন্দ্রীয় জামে মসজিদে হিফজুল কোরআন বিভাগের সমাপনী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন জামিয়ার মহাপরিচালক ও শাইখুল হাদিস মুফতি আমজাদ হোসাইন দামাত বারাকাতুহু । এ সময় জামিয়ার প্রতিষ্ঠাতা মুসলিহে উম্মত কাজী শাহ মুজাফফার আহমদ রহ. , মুতাওয়াল্লী পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সহ মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নাজেমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহিউদ্দিন, সিনিয়র মুহাদ্দিস মুফতি আমির হোসাইন , সিনিয়র মুহাদ্দিস ও মুঈনে নাজেমে তালিমাত মুফতি আতাউল হক , সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা মুহাম্মাদুল্লাহ , মুহাদ্দিস ও নাজেমে দারুল ইকামা মুফতি আশিকুর রহমান , মুহাদ্দিস মুফতি ইমরান হোসাইন,মাওলানা মাহবুবুর রহমান ,মাওলানা ইমরান হোসাইন পিরোজপুরি মুফতি নেছার আহমদ খান ,মুফতি সুলতান আহমদ প্রমুখ।