২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ইসলামি শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গভর্ণিং বডির সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, চেয়ারে বসে অবৈধ টাকা নিলেই শুধু দুর্নীতি হয়না, শিক্ষকদের দায়িত্বে অবহেলা করাটাও এক ধরনের দুর্নীতি। শিক্ষিত জাতি গড়তে তিনি শিক্ষকদের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করেন।

অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার, গভর্ণিং বডির সহসভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানউল্লাহ, ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা, ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার। এসময় মাদরাসা গভর্ণিং বডির সকল সদস্য এবং মাদরাসার সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top