৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এডহক কমিটির সভাপতি সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মহি উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাদেক। এছাড়া এডহক কমিটির অভিভাবক সদস্য আজিজুল হক সবুজ, সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক জীবন দেবনাথ, আসমা আক্তার, হানিফ মিয়া এবং ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় নবাগত সভাপতি শামছ-ই-তাবরীজ রায়হান অত্র বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, “বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের সামনের রাস্তাটি দ্রুত সংস্কার এবং নবনির্মিত বিদ্যালয়ের ৫ তলা ভবনের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে।” এছাড়া, শীঘ্রই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও শিক্ষার্থীদের পরিচিতি কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের ত্রুটিপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশের মাধ্যমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের অসমাপ্ত নতুন ভবন, শ্রেণিকক্ষ ও মাঠ পরিদর্শন করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থী সহ বিদ্যালয়ের সাথে জড়িত সকলের উত্তরোত্তর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও সাংবাদিক শাহজাহান ফকির উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top