হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি :
৭ ই সেপ্টেম্বর রোজ রবিবার ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো শত বছরের পুরনো জলউৎসব- Regata Storica বা নৌকা বাইচ।
প্রথা অনুসারে নৌকা বাইচের আগে রাজকীয় শোভাযাত্রা করা হয় যা কিনা ভেনিসের গ্রান কানালে ভিতরে উদযাপিত হয় । জাকজমক ইতিহাস, ঐতিহ্যের জানালা দিয়ে ফিরিয়ে আনা হবে ভেনিসের পুরনো দিন স্মৃতি।
অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪টায় ইতালি সময়, গ্রান কানালে। বয়স অনুসারে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে প্রতিযোগিতা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে ভেনিসে এসে পৌঁছেছেন হাজার হাজার ভ্রমণ প্রেমী । ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ পর্যটক সরাসরি এই প্রতিযোগিতা উপভোগ করবেন।