মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া):
গতকাল ১১ সেপ্টেম্বর খোকসা দারূল উলুম বহুমুখী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে এ আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, শিক্ষিত ও নৈতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিচুর রহমান সোনা, শহিদুল ইসলাম, মুফতি রাকিব, মওলানা খলিলুর রহমান ও মওলানা রওশন জামিল। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সফলতায় শুভেচ্ছা জানিয়ে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত সমাজ গঠনের আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মন্তব্য করেন।